
নিজস্ব প্রতিনিধিঃ | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট
রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মানিক আকনের প্রথম মৃত্যুবার্ষিকী (২৬ ফেব্রুয়ারি) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় রাজৈর পৌরসভার ৩নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মোঃ আইয়ুব আলী আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে বিএনপির মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য শেখ জাকির, রাজৈর উপজেলা যুবদল ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হোসেন সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজৈর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শাহিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজৈর উপজেলা যুবদলের সদস্য সোহেল আকন বাবু। আলোচনা সভা শেষে সকলেই মরহুম মানিক আকনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এর আগে ২৬ ফেব্রুয়ারি বেলা ১১ টা ৫৭ মিনিটে মরহুম মানিক আকনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মরহুম মানিক আকনের ছোট কন্যা নুসরাত জাহান অনিকা। এ সময় মরহুম মানিক আকনের স্ত্রী সাথী বেগম ও মরহুম মানিক আকনের বোন সহ অন্যান্য আত্মীয়-স্বজন সমাধিস্থলে ফাতেহা পাঠ করে মরহুম মানিক আকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
Posted ৪:১৩ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।