বুধবার ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় প্রার্থী ও ভোটাররা 

প্রদীপ কুমার দেবনাথ,   |   রবিবার, ১৯ মে ২০২৪   |   প্রিন্ট

রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় প্রার্থী ও ভোটাররা 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জের কাটতে না কাটতেই শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। গত ২৩ এপ্রিল যাচাই বাচাই শেষে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

আগামী ২১ মে বেলাবো উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার শেষ দিনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন– উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূঁইয়া রিটন , বিন্নাবাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি মো. গোলাম মোস্তফা গোলাপ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফউদ্দীন খান মোমেন , জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ , জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. জোনায়েদ হোসেন পারভেজ। ভোটের মাঠে আছেন আওয়ামীলীগ নেতা আমান উল্লাহ আমান এবং মাজহারুল হক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। এরা হলেন – মো. ইমদাদুল হক ফরিদ, মো. সাইফুল ইসলাম, মো. হুমায়ুন কবীর, ইসলাম উদ্দীন, মেহেদী হাসান রতন, মো. খলিলুর রহমান, মো. মোর্শেদ আলম এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন ৫ জন। এরা হলেন – শারমিন আক্তার খালেদা, রেহেনা বেগম, রহিমা বেগম, বিলকিস বেগম এবং নাজমুন্নাহার আমিনা।
 আওয়ামী লীগের একাধিক প্রার্থী জানান, দ্বাদশ  সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা  নৌকা প্রতীকে বিজয়ী বর্তমান সাংসদ ও শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কেউ কেউ।
Facebook Comments Box

Posted ১০:০২ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins