
মো মহসিন সোহাগ ঃ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ জলপাইতলি বাদশা মিয়ার বাড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল উড়ে এসে বিস্ফোরিত হয়ে ২জনের মৃত্যু; ও এক শিশু আহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়,মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল উড়ে এসে বিস্ফোরিত হয়ে ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জলপাইতলী গ্রামের ব্যবসায়ী বাদশা মিয়ার বাড়ির রান্না ঘরের ছাদে পড়ে। এ সময় রান্নাঘরে ভাত খাওয়া অবস্থায় তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫২) এবং একজন রোহিঙ্গা শ্রমিক মর্টার বিস্ফোরণে মারা যায় এবং একজন শিশু আহত হয়েছে। সীমান্তের পরিস্থিতি বর্তমানে খুবই থমথমে অবস্থান বিরাজ করছে। এলাকাবাসী আতঙ্কজনক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। র্যাব-১৫ উপ অধিনায়ক (মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। নিহত বাংলাদেশির নাম জলপাইতলীর বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা(৫৫) অপরজন ক্যাম্প-৮এর ৭৩ নং ব্লকের নুরুন্নবী বলে জানা গেছে।
এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । এদের মধ্যে আরও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উখিয়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজার সদর হাসপাতালে এ পর্যন্ত ৯ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে দুজন এবং সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে কঠোর নিরাপত্তায় তাদের সেবা দেওয়া হচ্ছে বলে জানাগেছে।
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি জানান, দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেতে হোসনে আরা ও এক রোহিঙ্গা শ্রমিক কাজ করছিলেন। কাজ শেষে ক্ষেত সংলগ্ন বাড়িতে দুপুরের খাবার খেতে বসেন তারা। এ সময় মিয়ানমারের ছোড়া মর্টার শেল এসে তাদের শরীরে পড়ে। এতে ঘটনাস্থলেই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় হোসনে আরাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত ওই রোহিঙ্গা শ্রমিক হিসাবে ক্ষেতে কাজ করছিলেন বলে জানা গেছে।
Posted ৫:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।