
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক, বাস, ম্যাক্সি সিএনজি, অটোসহ বিভিন্ন মটর যানবাহনের মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী (মাধবপুর-সার্কেল) গত মঙ্গলবার (২১-ফেব্রুয়ারি) রাত ১০-টায় মাধবপুর থানা হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর সার্জেন নিকুঞ্জ মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংবাদিক লিটন পাঠান, এ সময় আরও উপস্থিত ট্রাকট্রে লোরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাদল মিয়া, হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির পরিচালক লিটন পাঠান, মিতালী ও তাজ গাড়ীর পক্ষ থেকে মোঃ সমসু মেম্বার দিগন্ত পরিবহনের পরিচালক মোঃ রুবেল মিয়া মাইক্রোবাস ইউনিয়নের সভাপতি মোঃ রিপন মিয়া মামুন পরিবহনের পক্ষ থেকে মোঃ দুধ মিয়া আল মোবারকা পরিবহনের পক্ষ থেকে মোঃ কবির মিয়া, সিএনজি পরিবহনের পক্ষ থেকে জাহের মিয়া, মোঃ সেলিম মিয়া, জসিম মিয়া, খালেক মিয়াসহ বিভিন্ন যানবাহনের।
মালিক ও শ্রমিকরা ও মালিকরা উপস্থিত ছিলেন, মতবিনিময় ও পরিচিতি সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী (মাধবপুর-সার্কেল) বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযোগিদের সচেতনতাসহ যাত্রী সেবার মান উন্নয়নে আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি আরোও বলেন, লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর পূর্বে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শ দেন। সার্জেন নিকুঞ্জ বক্তব্যে জানান, সড়ক দুর্ঘটনা আসলে দুর্ঘটনা নয়, আবহেলাজনিত দুর্ঘটনা। অল্পবয়সী লোক দিয়ে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেস না থাকা, বৈধ কাগজপত্র না থাকা, কাগজের মেয়াদ না থাকা আইন ভঙ্গের শামিল তথা অবহেলাজনিত অন্যায়। উন্নত দেশে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো চিন্তাও করা যায়না, দুর্ঘটনার দায়ভার মালিক-শ্রমিক উভয় পক্ষকে নিতে হবে।
Posted ১০:২৫ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।