
মাগুরা প্রতিনিধি | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
মাগুরার মহম্মদপুরের পানিঘাটা ঢোকচান্দের মাঠে জোড়া খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আশিকুর রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টায় মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ।
তিনি আরও জানান, আটক আশিকুর ডাব খাওয়ার কথা বলে হত্যার স্বীকার সবুজ মোল্লা ও হৃদয় মোল্লাকে ডেকে মাঠে নিয়ে যায়। পরিকল্পিত স্থানে পৌছালে অন্য সহযোগীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। ঘটনার পর থেকে আশিক পুলিশের সন্দেহের তালিকায় ছিল। তদন্ত এখনও চলমান। এখনই এর বেশি বলা সম্ভব নয়।
গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় মাগুরার মহম্মদপুর থানাধিন পানিঘাটা ঢোক চান্দের মাঠে আপন দুই ভাই সবুজ মোল্লা ও হৃদয় মোল্লার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। এ ঘটনায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Posted ৭:১৬ অপরাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।