
লিটন মিয়া লাকু | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর শোলাগাড়ী আলিম সিনিয়র মাদ্রাসায় অনিয়ম-
দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনহাজ গং কর্তৃক ৫ সাংবাদিককে মারপিট করে হত্যার চেষ্টার প্রতিবাদে ও জড়িত আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে চলমান ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ১৩ আগস্ট রবিবার সকালে সড়ক অবরোধ করে স্থানীয় সাংবাদিকদের অংশ গ্রহনে কলম বিরতি কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা রংপুর মহাসড়ক ও দিনাজপুর সড়কে ছোট বড় যানবাহন গুলো চলাচল বন্ধ হয়ে পৌর শহরের দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয়।
গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় চার মাথায় কলম-ক্যামেরা রাস্তায় রেখে ও আধা ঘন্টাব্যাপী অবরোধ করে গোবিন্দগঞ্জ নাগরিক সমাজের সভাপতি বিশিষ্ট সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবুর সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খানের সঞ্চালনায় কলম বিরতি কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি খোকন আহাম্মেদ, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা
শাখার সভাপতি ও কাটাখালি সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ,গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সাধারন সম্পাদক তারাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি বিজয় টিভির প্রতিনিধি ডিপটি প্রধান, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আনন্দ টি়ভির প্রতিনিধি উজ্জল হক প্রধান,গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান,সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু,মাইটিভি প্রতিনিধি মশিউর রহমান বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।