
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে এক রাতে পৃথক মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল আকন্দের নির্দেশনায় এসআই (নিঃ) মো. আবুল হোসাইন, এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মো. মাহমুদুল হক খান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন— সিআর মামলা নং- ৩৩৪/২৫, ধারা- এনআইএ্যাক্ট ১৩৮ এর সাজাপ্রাপ্ত আসামি বাবুল চন্দ্র দত্ত (৫০), পিতা মৃত বকুল চন্দ্র দত্ত মিয়া, সাং- রামপুর, মনোহরদী; সিআর মামলা নং- ৩০১/২৫, ধারা- এনআইএ্যাক্ট ১৩৮ এর আসামি মো. এরশাদ মিয়া (৩৮), পিতা আবুল হাশেম, সাং- লেবুতলা; সিআর মামলা নং- ৩১৫৪/২৩, ধারা- বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০ ও ৩২(১) এর আসামি রফিকুল ইসলাম, পিতা নিয়ত আলী, সাং- কাহেতেরগাও, পোঃ বড়চাপা; এবং মনোহরদী থানার মামলা নং- ৩(৭)/২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৩) এর আসামি নাজুমল ইসলাম, পিতা মৃত শহিদুল্লাহ, সাং- মনতলা, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী।
গ্রেফতারকৃত চারজনকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল আকন্দ।
Posted ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।