
মো. আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং ” মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),” পুলিশ সুপারের কার্যালয় নাটোর-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শরিফুল ইসলাম নাটোর জেলা পুলিশের ( প্রশাসন ও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বিচক্ষণতা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন সৎ ও বিনয়ী পুলিশ অফিসার হিসেবে খ্যাতি লাভ করেন।
তথ্য সুত্রে জানা যায়, মোঃ শরিফুল ইসলাম বিসিএস ক্যাডার হিসেবে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন, তিনি পাবনা জেলার কৃতি সন্তান।
মোঃ শরিফুল ইসলাম নাটোর জেলা হতে রাজশাহী জেলায় বদলি হওয়ায় তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় নাটোর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সদ্য বিদায়ী জেলা পুলিশ সুপার দিনাজপুর জেলা এবং নাটোর জেলা পুলিশের জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নাটোর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম।
উক্ত বিদায় সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন, মোঃ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মাহমুদা শারমীন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল(সদর),নাটোর জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ গন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অতিথি বৃন্দ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম কর্মময় জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।