
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে চুরির ঘটনায় চোরাই মালামাল, নগদ টাকা ও চেরাইকাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ দুই চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর ও রায়পুরা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৯ আগস্ট নরসিংদী মডেল থানাধীন উত্তর বাগহাটা (বিলপাড়) এলাকার একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্তে নেমে ডিবির একটি টিম নগদ ৬০ হাজার টাকা, দুটি স্বর্ণালংকার (নাকফুল), আসবাবপত্রসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করে। এছাড়া চেরাইকাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।
গ্রেফতার দুই চোরকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Posted ৫:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।