
বিশেষ প্রতিনিধি | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে ঐতিহাবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর কালাই পুকুর পাড় সংলগ্ন মাঠে বিশাল ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ফারুক এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সূদস্য মো. মোস্তফা কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।