শুক্রবার ২৮ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

>>

মনোহরদীতে ঈদের দিনেও ব্যাপক লোডশেডিংয়ে হতাশায় পল্লীবিদ্যুৎ গ্রাহকেরা

সানিমুল আলম   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট

মনোহরদীতে ঈদের দিনেও ব্যাপক লোডশেডিংয়ে হতাশায় পল্লীবিদ্যুৎ গ্রাহকেরা

মনোহরদীতে ঈদের দিনেও ব্যাপক লোডশেডিংয়ে হতাশায় পরেছেন পল্লীবিদ্যুৎ গ্রাহকেরা। সোমবার (১৭ জুন) সারাদেশের ন্যায় মনোহরদীতে যথাযথ মর্যাদায় ঈদুল আযহা উদযাপিত হলেও ব্যাপক লোডশেডিংয়ে হতাশা প্রকাশ করছেন পল্লীবিদ্যুৎ গ্রাহকেরা। সরেজমিনে গিয়ে উপজেলার বেশ-কয়েকজন পল্লীবিদ্যুৎ গ্রাহকের সাথে কথা বললে তারা জানান, আমরা এমনিতেই লোডশেডিংয়ের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে আছি। পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ ঈদের প্রায় ১৫-২০ আগে থেকে ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে T-1 টান্সফরমারটি নষ্ট হওয়ার কথা বলে

আমাদেরকে ব্যাপক ভোগান্তিতে রেখেছেন। কিন্তু আমরা তা নিরবে সহ্য করে যাচ্ছি এবং গত মাসের বিদ্যুৎ বিলও দিয়ে দিয়েছি। গুয়ারছি গত বৃহঃবার ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নতুন T-1 ট্রান্সফরমারটি স্থাপন করে শুক্রবার থেকে তা চালু করা হয়েছে। তবে কেন সোমবার ঈদুল আযহার দিনে এতবার লোডশেডিং হলো তা পল্লীবিদ্যুৎ গ্রাহকসহ জনমনে ব্যাপক প্রশ্নের দেখা দিয়েছে। তারা আরও জানান, পল্লীবিদ্যুৎ কতৃপক্ষের অবহেলার কারণে ইতিমধ্যে আমাদের অনেকের ফ্রিজেরই ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে, অনেকের ফ্রিজই খালি করে রাখা হয়েছিল। যেহেতু কোরবানীর ঈদ সেহেতু প্রত্যেকেই ফ্রিজে কুরবানীর গোশতসহ অনেক প্রয়োজনীয় দ্রব্য সংরক্ষণ করে রাখবে, ঈদের দিন বা এর আগের মতো যদি ব্যাপক লোডশেডিং চলতে থাকে তাহলে আমরা ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হবো। এক্ষক্ষতির দ্বায়ভার কে নিবে এটাই আমাদের প্রশ্ন। আমরা মনোহরদীবাসী পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে এ প্রশ্নের জবাব চাই? এ বিষয়ে জানতে মনোহরদী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে, মোবাইল ফোন বন্ধ পাওয়া যাওয়ায় উনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ১১:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: newsnabokantha@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com