শনিবার ২৯ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

>>

কুষ্টিয়ায় এশিয়ান টিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪   |   প্রিন্ট

কুষ্টিয়ায় এশিয়ান টিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর (৪৬) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরপুর প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন’র পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহ সভাপতি জমির উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মন্ডল। এসময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাবেক সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আশরাফুল আলম হীরা।

প্রসঙ্গত, গত ১৯জুন বিকেলে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর ওপর সন্ত্রাসী হামলা চালায়। কুষ্টিয়া শহরসংলগ্ন হাটশ হরিপুর ইউনিয়নের হাটশ হরিপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। রিজু স্থানীয় হাটশ হরিপুর গ্রামের আমজাদ মালিথার ছেলে। তিনি কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক। হামলায় রিজুর দুই হাত, দুই পা ও মাথায় গুরুতর জখম হয়।

Facebook Comments Box

Posted ১:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: newsnabokantha@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com