
নবকণ্ঠ ডেস্ক | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার মামলায় আসামি করা হলো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন বিজেপি’র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ও ভিপি নুরের উপর হামলার প্রতিবাদকারী মশিউর রহমান জিসানকে। সম্প্রতি এ ঘটনায় ঢাকার রমনা থানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলার ৬নং আসামি করা হয় ভিপি নুরের উপর হামলার প্রতিবাদকারী এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন বিজেপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিসানকে।
কিন্তু ভিপি নুরের ওপর হামলার ঘটনার সাথে সাথেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর জিসান (ভিপি নুরের উপর হামলার আসামি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন এবং ভিপি নুরুল হক নুর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর জিসান তাকে দেখতেও যান। বাংলাদেশী পোশাক
সেই জিসানকে ভিপি নুরের ওপর হামলার মামলায় ৬নং আসামি করায় জনসাধারণ এর তীব্র নিন্দা জানিয়েছেন।
মশিউর রহমান জিসান বলেন, গণঅভ্যুত্থানের পরেও এই ধরনের ভুল এবং মিথ্যা মামলা আমাদেরকে বিব্রত করে। গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা হওয়ার পরে আমরা সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আর আজ সেই মাললায় আমাকে ৬ নং আসামি করা হয়েছে। তথ্য যাচাই বাছাই ছাড়া এ ধরনের মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
Posted ১১:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।