
মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিরাজ মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন ওই কিশোরীর মা।
শুক্রবার ১৭ মার্চ সকালে আখাউড়া পৌরশহরের বড়বাজার সংলগ্ন চন্দনসার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিরাজ মিয়া পেশায় একজন দিনমজুর ও মাদকাসক্ত। তিনি প্রায় দেড় বছর আগে তিন সন্তানসহ স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ে করে। শুক্রবার সকালে বড় মেয়েকে সৎ বাবার কাছে একাকি ঘরে রেখে মা কাজে বের হলে বাবা সিরাজ মিয়া কৌশলে মেয়েকে কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই কিশোরী বাঁচার জন্য আত্মচিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে সিরাজ মিয়াকে গণধোলাই দিয়ে তারা পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে আটক সিরাজ মিয়া মদ্যপ অবস্থায় মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজ মিয়াকে আটক করে।
তিনি আরও বলেন, মেয়ের মা স্বামীকে আসামি করে ধর্ষণ চেষ্টার কারনে থানায় একটি মামলা দিয়েছে। সেই মামলা গ্রহণ করে আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Posted ১০:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।