
মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর শাপলা বিলে গত ২ নভেম্বর রাত ১০ টায় ৩ টি নৌকাযোগে ৩০থেকে ৪০ জনের একটি ডাকাত দল ফিসারী পাহারায় থাকা লোকদের হাত পা বেঁধে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে.উরাঘর (মাছ পাহারা দেওয়া ঘর) হতে মাছ বিক্রির টাকার ক্যাশ বাক্স হইতে নগদ ৭,(সাত লক্ষ) টাকা ফিসারীর ২টি জিওনী হইতে বোয়াল, রুই, কাতল, কারফু, কৈ, টেংরা, ইত্যাদি জাতের মাছ যা বাজার মূল্য অনুমান (ছয় লক্ষ) টাকা। তাদের আনিত নৌকাতে উঠাইয়া ডাকাত দল লুট করে নিয়ে যায় যায়।
আউয়াল মিয়া বলেন, তখন আমি সহ ফিসারীর পাহারাদারগন চাঁদের আলো ও সোলার আলোতে আসামীদেরকে চিনতে পারলে নাম ধরিয়া ডাকাডাকি করায় ডাকাতরা আমাদেরকে প্রানে হত্যার হুমকি প্রদর্শন পূর্বক ঘটনাস্থল হইতে চলিয়া যায়। এ বিষয়ে ফিসারির মালিক আওয়াল মিয়া জানায়,আমি ঘটনার পরের দিন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ২৭ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করিলে ডাকাতদল এজাহারের বিষয়টি জানতে পেরে আমার ও ফিসারীর পাহাদারদের প্রতি ক্ষিপ্ত হয়ে গত ২ নভেম্বর রাত অনুমান ১০ টায় সকল ডাকাতদল ঘটনাস্থল মাছ চাষের ফিসারীতে প্রবেশ করিয়া আমাকে প্রানে মেরে ফেলার উদ্দেশ্যে ধারালো অস্ত্রসস্ত্র নিয়া হঠাৎ হামলা চালায়, ঘটনাস্থলে আমাকে না পেয়ে আমার ফিসারীর বাঁধ খুলে দিলে আমার ফিসারীতে থাকা প্রায় ৭০ থেকে ৮০ লক্ষাধিক টাকার মাছ থেকে বের হয়ে য়ায় উন্মুক্ত জলাশয়ে, ব্রাহ্মণবাড়িয়া থানায় এজাহার করার কারণে ডাকাত দল আরো ক্ষিপ্ত হয়ে ফিসারীতে কর্মচারীদের থাকার বসত ঘরে (উড়াঘর) ঘরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়।সাথে সাথেই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
পাহারাদারদেরকে প্রানে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। এ সময় ফিসারীর লোকদের আত্মচিৎকার ও আগুন দেখতে পেয়ে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে, এবং হুমকি প্রদান করে যে, থানায় মামলা করেছিস, তোদের সবাইকে খুন করে লাশ গুম করে ফেলবে। বর্তমানে মামলার বাদি আওয়াল মিয়া ও ফিসারীর কর্মচারীগন চরম নিরাপত্তা হীনতায় ভূগছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মোঃ আতিকুল্লাহ জানান, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন, ঘটনা সত্য ডাকাতি হয়েছে, দ্রুত এফ আই আর করে আসামীদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।
Posted ১০:২২ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।