
প্রদীপ কুমার দেবনাথ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট
দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অন্যান্য এলাকার ন্যায় বেলাবোতেও অসহায়, দুস্থ ও পানিবন্ধী সমস্যাপীড়িত প্রায় ৩৭ লক্ষ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত বিভিন্ন সংগঠন। ফান্ড সংগ্রহের কার্যক্রম শেষে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করেই ত্রাণ বিতরণে বেরিয়ে যাবে সংগঠনগুলো। এসব সংগঠনে বিভিন্ন ব্যক্তি, সংস্থা আর্থিক সাহায্যের মাধ্যমে অবদান রাখলেও এলাকা হতে জীবিকার তাগিদে প্রবাসে বাস করা রেমিট্যান্স যোদ্ধারা সংখ্যানুপাতে বেশি অবদান রাখছে বলে জানা যায়।
প্রায় প্রতিটি স্বেচ্ছাসেবী ও সংগঠনে প্রবাসীরা ব্যাপকভাবে অর্থ প্রদানের মাধ্যমে বন্যার্তদের পাশে দাড়াচ্ছেন। অনেকের সাথে কথা বলে জানা যায় অনেক রেমিট্যান্স যোদ্ধারা নিজের নাম গোপন রেখে বিপদগামী এসব মানুষের সাহায্যে হাত বাড়াচ্ছেন।
সামাজিক মাধ্যমে কয়েকজন রেমিট্যান্স যোদ্ধা জানান, অনেক দূরে বাস করলেও অন্তরে মোদের প্রিয় বাংলাদেশ। আমার দেশের মানুষ কষ্ট করবে আর আমরা ভাল থাকবো কি করে। আমাদের নাড়ীর টান যে আমাদের দেশের মাটি ও মানুষ।
Posted ১২:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।