
লিটন মিয়া লাকু | রবিবার, ৩০ জুলাই ২০২৩ | প্রিন্ট
সারা দেশে বিএনপি-জামায়াতের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সহসভাপতি শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির, জেলা যুবলীগের সভাপতি সরদার সাঈদ হাসান লোটন, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জ, সাবেক পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মোঃ সাইদ হোসেন জসিম সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে বানচাল করতে বিএনপি-জা মায়াত সারা দেশে ২০১৩ সালের মতো নৈরাজ্যের সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা করতে চায়।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।