
রাহিমা আক্তার রিতাঃ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিব মোহাম্মদ নাসের বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার ২০২৩ অর্জন করেছেন।
কৃষি মন্ত্রণালয় কর্তৃক ০৫ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব মৃত্তিকা দিবস অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি
মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, উপচার্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কৃষি
গবেষণা কাউন্সিল ।
উল্লেখ্য ড. হাবিব মোহাম্মদ নাসের এর খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর উপস্থিতি, মাটি- দূষণের প্রতিকার, বিভিন্ন সার ব্যবস্থাপনার উপর মৃত্তিকা বিজ্ঞান গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান জার্নালে তার ৬৪ টিরও বেশি প্রকাশনা রয়েছে।
Posted ৭:০২ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।