
প্রদীপ কুমার দেবনাথ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট
পাহাড়ি ঢল, প্রতিবেশী দেশ ভারতের বাঁধ খুলে দেওয়া, পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ ও ভারি বৃষ্টিপাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীগুলোর পানি বেড়ে দেশের ১০ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উজান হতে আসা পানির প্রবল ধাক্কায় দেশে প্রায় ১০ টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে পরিস্থিতি বেশি অবনতি হয়েছে। অন্যান্য জেলায় ধীরে ধীরে বন্যার অবনতি হচ্ছে।
এতে ৩৭ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ জন। তাদের মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও কক্সবাজারে দুজন রয়েছেন। পানিবন্ধী মানুষগুলো চরম মানবেতর দিন কাটাচ্ছে। খাদ্যাভাব, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ, পানীয় জলের অভাব, স্যালাইন, প্রয়োজনীয় ঔষধসহ নিত্য প্রয়োজনীয় বহু কিছুর অভাবে চরম সংকটাপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে হঠাৎ আসা বন্যায়।
এসব দুস্থ, অসহায়, বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যে নরসিংদী জেলার বেলাব উপজেলার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠন, পেশাজীবি ও রাজনৈতিক দল ইতিমধ্যে ফান্ড গঠন করেছে দুর্যোগপূর্ণ এসব অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য। স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো গড়ি বেলাব’, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন (বেলাবো শাখা), বিএনপিসহ পেশাজীবি ও ব্যক্তি পর্যায়ে বন্যায় পানিবন্ধী অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী, খাবার, ঔষধ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এসব প্রদান করা হবে বলে জানান আয়োজকরা। তারা খুব শীঘ্রই বন্যার্তদের সাহায্যে ক্ষতিগ্রস্থ এলাকায় যাবেন বলে জানা যায়। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও চলো গড়ি বেলাবো এর কয়েকজন স্বেচ্ছাসেবী বলেন, আমাদের ফান্ড সংগ্রহও সন্তোষজনক। আশা করছি অনেক মানুষের সহযোগিতা করতে পারবো।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।