
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | প্রিন্ট
সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুর মোটরসাইকেলে চেপে ঘুরতে গিয়ে ছিটকে পড়ে হাসি খাতুন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার নাদোসৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসি স্থানীয় জলিল নগর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে পংরৌহালী গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, হাসি খাতুনের সাথে পার্শ্ববর্তী হামকুড়িয়া গ্রামের মো. আলমের ছেলে সাব্বির রহমানের বন্ধুত্ব গড়ে ওঠে।বুধবার পরীক্ষা শেষে সাব্বিরের মোটরসাইকেলে তারা চলনবিল ঘুরতে বের হয়।
এর একপর্যায়ে সন্ধ্যায় নাদোসৈয়দপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবেকারের সাথে ধাক্কা লাগলে পেছনে বসা হাসি খাতুন ছিটকে পড়ে আঘাত পায়। পরে এলাকাবাসী অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে তাড়াশ থানা পুলিশ।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসি খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। এ বিষয়ে কারো কোনো দাবি বা অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Posted ১০:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।