
ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধি: | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
নাটোর উপজেলার “বড়াইগ্রাম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বড়াইগ্রাম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে ১৪তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন।
বড়াইগ্রাম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান ওয়াছেক আলী সোনার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালব ‘খ’ অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন, কালব এর সাবেক ডিরেক্টর ও বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মি. সুব্রত রোজারিও, কালব ‘খ’ অঞ্চলের সাবেক ডিরেক্টর মি. বাবলু রেনাতোস কোড়াইয়া, বড়াইগ্রাম উপজেলা সমবায় অফিসার আমজাদ হোসেন, বড়াইগ্রাম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাবেক চেয়ারম্যান শেখ মুর্তজা আলী, পাবনা-সিরাজগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক কোরবান আলী, নাটোর -বগুড়া জেলার জেলা ব্যবস্থাপক নরোত্তম বিশ্বাস।
বড়াইগ্রাম উপজেলা -কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ডিরেক্টর হারুন অর রশিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোকাম্মেল হোসেন, সেক্রেটারি খাদেম আলী, ডিরেক্টর আব্দুল হালিম, ডিরেক্টর আনিছুর রহমান, ডিরেক্টর আলফুর রহমান, ডিরেক্টর আল হেলাল, ডিরেক্টর জেসমিন আরা, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মহাবীর গমেজ, সেক্রেটারি এবিএম আতাউর রহমান, সদস্য আবু হেনা, উপজেলা ব্যবস্থাপক নওয়াজীস আলী সোনার, সদস্য ও বনপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, শাখা ব্যবস্থাপক অলক কুমার, ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজাসহ বড়াইগ্রাম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।