
নবকণ্ঠ ডেস্ক | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
উৎসবমুখর পরিবেশে রাজশাহীর পুঠিয়া উপজেলায় তিনদিনব্যাপী বইমেলা ও লোকজ উৎসব শুরু হয়েছে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পুঠিয়া উপজেলা প্রশাসন এ মেলার আয়োজনে করে।
মেলা উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সোমবার বিকাল ৪:০০ টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
বইয়ের পাশাপাশি, উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য, খাবার নিয়ে মেলায় ৫০ টির অধিক স্টল অংশ নিচ্ছে । বাহারি পণ্য ও বইয়ের এসব স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা।
Posted ১০:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।