
নিজস্ব প্রতিবেদক : | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর পবা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া মাহফিল ও “শহীদ ক্যাপ্টেন শেখ কামাল নির্মল তারুণ্যের অগ্রদূত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার ভুমি অভিজিত সরকার, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাসির।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুব্রত কুমার সরকার। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, ইউআরসি ইনষ্ট্রাক্টর রেহেনা আকতার, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ইউডিএফ জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা রোজী খন্দকার, ইসলামিক ফাউণ্ডেশন পবা প্রতিনিধি নুরুল আমিন নুরী, পবা উপজেলা মসজিদের পেশ ইমাম গোলাম মাওলা, আরএমপি বিভিন্ন থানা অফিসার ইনচার্জ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি।
১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল ছিলেন বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে তিনি জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হামলার শিকার হয়ে শাহাদতবরণ করেন। শেখ কামাল দেশে নান্দনিক ফুটবল ও ক্রিকেটসহ অন্যান্য দেশীয় খেলার মানোন্নয়নে শ্রম দিয়েছেন। দেশে নতুন নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ শিবির গড়ে তুলতেন। সেখানে তিনি নিয়মিত অনুশীলন করতেন।
Posted ৯:০৬ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।