
ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধি: | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
রাজশাহীর পবায় ”জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার, পবা থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান।
বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম কামরুজ্জামানসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Posted ১:১০ অপরাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।