
নবিজুল ইসলাম নবীন | শনিবার, ০৬ জুলাই ২০২৪ | প্রিন্ট
নীলফামারীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা’ শুরু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় শহরের অদুরে দারোয়ানী টেক্সটাইল মিলস, সংলগ্ন মাঠে চেম্বর অব কমার্স এন্ড ইন্ট্রাট্রিজের আয়োজিত মেলার উদ্ধোন করেন নীরফামারী-২ আসনের এমপি আসাদুজ্জামান নুর।
উদ্ধোধনী অনুষ্ঠানে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ট্রাট্রিজের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ,পুলিশ সুপার গোলাম সবুর পিপি এম সেবা, নীলফামারী প্রেসক্লাব এর সভাপতি এ বি এম মনজুরুল আলম সিয়াম, নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক ও নীলফামারী চেম্বার অব কমার্সের পরিচালক আরমান হাবীব,
সদর উপজেলা আওয়ামী লীগর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান,আবুজার রহমান,নীলফামারী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইমলাম সুইডেন,পরিচালক আতিয়ার রহমান, ও ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার,এসময় শিল্প ও বাণিজ্য মেলার আহবায়ক রুকুনুজ্জামান সরকার লেমন জানান, এ বাণিজ্য মেলায় দেশী-বিদেশী পণ্যের প্রায় শতাধিক স্টল ও বিণোদনের জন্য বিভিন্ন রাইটস বসানো হয়েছে।দর্শনার্থীরা মাত্র ২০ টাকায় প্রবেশ করতে পারবেন।এ মেলায় ব্যবসায়ী ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।এ উদ্ধোধনী অনুষ্ঠানে জেলার সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।