বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নাটোরে অবৈধ ঔষধ কারখানায় যৌথ বাহিনীর অভিযান-দুই কোটি টাকার মালামাল জব্দ

নাটোর প্রতিনিধি :   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

নাটোরে অবৈধ ঔষধ কারখানায় যৌথ বাহিনীর অভিযান-দুই কোটি টাকার মালামাল জব্দ

নাটোরে লাইসেন্সবিহীন একটি ঔষধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। আলফা বায়োটেকনোলজি ফিড লিমিটেডের নামের কারখানাটিতে মাছের খাবার ও অন্যান্য উপকরণ তৈরি হতো।

গতকাল মঙ্গলবার রাত সারে দশটার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআইয়ের) তত্ত্বাবধানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম নাটোর শহরের বলারীপাড়া রাজার পুকুর পাড় এলাকায় এ অভিযান চালায়।

কারখানার মালিক রিপণ মণ্ডলের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বর্ষাবাড়ি গ্রামে। অভিযানকালে তাকে পাওয়া যায়নি।

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জানান, অবৈধভাবে মাছের বিভিন্ন ধরনের খাবার ও প্যাকেটজাত উপকরণ প্রক্রিয়াজাত করছিল কারখানাটিতে। তারা খাদ্য উৎপাদনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এজন্য কারখানাটির সিলগালা করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, জব্দ করা উপকরণগুলোর গুণগত মান যাচাই না করে এখনই কিছু বলা সম্ভব না। যেহেতু মালিক উপস্থিত ছিল না তাই পরবর্তীতে তদন্ত করে অভিযুক্ত রিপন মণ্ডল ও লাইসেন্সবিহীন কোম্পানির বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins