শুক্রবার ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নাচোলে বিষ মিশিয়ে মুরগিসহ পাখি মেরে ফেলার অভিযোগ উঠেছে মোবারকের নামে

আবুল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

নাচোলে বিষ মিশিয়ে মুরগিসহ পাখি মেরে ফেলার অভিযোগ উঠেছে মোবারকের নামে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শত্রুতা করে গমের সাথে বিষ মিশিয়ে ৬টি বাড়ির মুরগি, কবুতর এবং বোনের ঘুঘ ও কাঠবিড়ালী মেরে ফেলার অভিযোগ উঠেছে নাচোল ইউনিয়নের দরবেশপুর গ্রামের ফজলু হকের ছেলে মোবারক হোসেনের নামে। ভুক্তভোগীরা হলেন, উপজেলার নাচোল ইউনিয়নের পশ্চিম লক্ষনপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে আব্দুর রশিদ, অসিম আলী, তরিকুল ইসলাম, মোঃ আমিন আলীর স্ত্রী ফাতেমা বেগম, আব্দুল আলিমের স্ত্রী আয়েশা বেগম ও শফিকুল ইসলামের ছেলে আনিসুর রহমান। ভুক্তভোগীরা জানান মোবারক হোসেন শত্রুতা করে, শুক্রবার রাতে অথবা শনিবার ভোররাতে গমের সাথে বিষ মিশিয়ে আমাদের বাড়িগুলোর আশপাশে ছিটিয়ে গেছে।

গতকাল শনিবার সকাল আনুমানিক ৯টার দিক থেকে মুরগি ও কবুতর গুলো মাটিতে ঢুলে পরতে থাকে। আমরা কোন রোগে আক্রান্ত হয়েছে ভেবে জীবিত গুলোকে জবাই করে ফ্রিজে রাখি। শনিবার রাতে জীবিত থাকা মুরগি, কবুতর গুলো ঝাঁকা ওয়ালাদের কাছে বিক্রি করে দেয়। বিক্রি মুরগি গুলো রাতে মারা গেলে রবিবার সকালে আমাদের ফেরত দিয়ে যায়। আমাদের ৬টি বাড়ির প্রায় ৬০টি মুরগি মারা গেছে। যার আনুমানিক মূল্য ২৫হাজার টাকা। আমরা মোবারক হোসেনের সঠিক বিচার ও শাস্তির দাবিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামকে বিচার দিয়েছি।এবিষয়ে অভিযুক্ত মোবারক হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি কোন ধরনের বিষ প্রয়োগ করিনি। আমার সাথে ভুক্তভোগীদের একটা বিবাদ তৈরি করার জন্য কেবাকাহারা এটা করেছে হয়তোবা।

এবিষয়ে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান আমি মৌখিক ভাবে ঘটনার খবর পেয়েছি। উভয় পক্ষ চাইলে সমাধান করে দিব। আর অভিযুক্ত মোবারক না আসলে সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা নিব।

Facebook Comments Box

Posted ৫:৪০ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins