বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নাইক্ষ্যংছড়িতে ২৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

আব্দুল আলীম বাহাদুর নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি   |   বুধবার, ০৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট

নাইক্ষ্যংছড়িতে ২৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

নাইক্ষ্যংছড়িতে ২৯ টি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ দশটায় নাইক্ষ্যংছড়ি রেস্টহাউজে আসলে নাইক্ষ্যংছড়ি থানার একটি চৌকস দল মন্ত্রীকে গার্ড অভ ওনার প্রধান করেন। এর পর মন্ত্রী রেস্টহাউজের নতুন ভবন, হাজী এম এ কালাম সরকারি কলেজের নির্মিত আধুনিক গেইট, দলীয় কার্যালয়ের ভবনসহ সোনাইছড়ি ইউনিয়নে এলজিডি, পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশলির অধিনে প্রায় ২৮ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মন্ত্রী দুপুর ১ টায় সোনাইছড়ি বাজারে আওয়ামিলীগ এর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী বীর বাহাদুর।

এ সময় তিনি বলেন, কে কোন জাতি তা বড় কথা নয়, আপনি শিক্ষা দিয়ে আপনার যোগ্যতা প্রমাণ করুন। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে পাহাড়ি বাঙালিরা শান্তি সম্প্রীতির বন্ধনে আজ বসবাস করছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ব্যাপক উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে।

এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামিলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বাবু লক্ষী পদ দাশ,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক (বাহাদুর), এলজিডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, থানার অফিসার ইনচার্জ ওসি টান্টু শাহা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা ও উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রী সোনাইছড়িে ঢেউ টিন এবং অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। বিকাল ৩ টায় তিনি সড়ক পথে বান্দরবানের উদ্দেশ্য নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।

Facebook Comments Box

Posted ৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins