
নবকণ্ঠ ডেস্ক | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মাঝে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমীরুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুৃমন, নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা, দৈনিক বাংলার নবকণ্ঠ এর বিশেষ প্রতিনিধি শান্ত বণিক ও বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. সানাউল্লাহ মিয়া।
বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।