
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধসহ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে চলমান অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের নির্দেশনায় গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বিত অভিযানে মোট ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার নরসিংদীর নির্দেশনায় জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও ইউনিট প্রধানদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার অংশ হিসেবে নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে একযোগে অভিযান চালানো হয়।
এ সময় বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও চোরাই মালামাল।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।