
খন্দকার আমির হোসেন: | বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
১৯ জুলাই ২০২৩খ্রিঃ সকাল ০৭.২০ ঘটিকায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানাধীন মধ্য-কারারচর সাকিনস্থ মদিনা জুট মিলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি পিকআপ গাড়ী যার রেজিস্ট্রশন নং-ঢাকা মেট্রো-ন-২০-৫৫৯২ থামিয়ে গাড়ীতে থাকা ১৷ মো: ফালান (২১), পিতা-চান মিয়া, সাং-নয়াপাড়া, ২৷ মো: মনির হোসেন(১৮), পিতা-মো: নয়ন মিয়া, সাং-বীরগাও উভয় থানা-মনোহরদী, জেলা- নরসিংদীদ্বয় পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করে উপস্থিত স্বাক্ষীদের সামনে পিকআপ গাড়ীতে থাকা ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। উদ্ধারকৃত ২৩০ বোতল ফেন্সিডিল ও পিকআপ গাড়ীতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। এই সংক্রান্তে শিবপুর মডেল থানায় আইনগত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ তে মামলা করা হয়েছে।
অন্য একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার একটি দল নরসিংদী মডেল থানাধীন ভেলানগর এর সততা হাসপাতালের সামনে ঢাকা সিলেট মহা-সড়কের পাকা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে ১৷ মো: আব্দুল আউয়াল(৪২), পিতা-মৃত আব্দুল খালেক সাং-আসানপুর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা এ/পি-সাং-কামারপাড়া (মনির এর বাড়ির ভাড়াটিয়া) ব্লক বি, ওয়ার্ড নংগ ০৬ থানা-তুরাগ জেলা-ঢাকা, ২৷ মো: আবিদ হাসান নাহিদ(২১), পিতা-শেখ রফিকুল ইসলাম সাং-হরিডালি, থানা- পাইকগাছা, জেলা-খুলনা এ/পি- সাং-বিরুলিয়া (মফিজুল শেখের বাড়ির ভাড়াটিয়া) ওয়ার্ড নং-০৭, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩৷ মো: ইমরান(৩০), পিতা-মৃত শওকত আলী, সাং-ফতেহ মোহাম্মাদপুর, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা এ/পি-মিরপুর কালচীর মোড় ১২ নম্বর (হাকিম এর বাড়িতে থাকে), থানা-মিরপুর, জেলা-ঢাকা, ৪৷ শাকিল আহমেদ (২৬), পিতা-শামসু মিয়া, সাং-মসছলেন্দপর, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া এ/পি-সাং-উওরা ১৫ নম্বর সেক্টর (হাজী নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া) থানা-তুরাগ, জেলা-ঢাকা, ৫৷ আফজাল আহমেদ জনি(১৯), পিতা-শামসু মিয়া, সাং- মসছলেন্দপুর, থানা-নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়াদের গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ক৷ ৩টি চা-পাতি খ৷ ২টি ছুরি গ৷ ১টি প্রাইভেটকার উদ্ধার করে উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।