
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় মানসিক ভারসাম্যহীন স্বামী মানিক মিয়ার হাতে স্ত্রী শিউলি আক্তার (৩০) খুন হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার শ্রীনগরের পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম শিউলি আক্তার। তিনি ওই এলাকার মস্তু মিয়ার মেয়ে ও মানিক মিয়ার স্ত্রী।
অপরদিকে, মানিক মিয়া ওই এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে। দাম্পত্য জীবনে তাদের চার সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত রাতে শিউলি আক্তারের সঙ্গে মানিক মিয়ার পারিবারিক কলহে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক মিয়া শিউলির বুকের মধ্যে ধারালো ছুরি দিয়ে দুটি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী মর্গে পাঠায়।
জানা গেছে, এ ঘটনায় ঘাতক স্বামী মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।