
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে বাংলাদেশ পুলিশের চলমান স্লোগান “চাকরি নয়, সেবা” কে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১ জন প্রার্থী প্রাথমিকভাবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যক্রমের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে বিকালে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন নরসিংদী জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. মেনহাজুল আলম, পিপিএম।
স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ায় মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ আনন্দাশ্রু ফেলে বলেন, স্বপ্নের চাকরি পেতে তারা আজ নিজেদের সফল মনে করছেন।
বক্তব্যে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশে যোগদান কেবল একটি চাকরি নয়, এটি মানুষের সেবার ব্রত। তিনি নবনিযুক্তদের প্রশিক্ষণ শেষে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুন্সিগঞ্জের ফিরোজ কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইলের ফৌজিয়া হাবিব খান উপস্থিত ছিলেন।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।