
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় হিমেল (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের শেখের বাজারের কাছে এই দুর্ঘটনায় ঘটে।
নিহত হিমেল উপজেলার গোতাশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার হিমেল তার বন্ধু রোমান মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শেখের বাজার হতে নিজ বাড়ি কোনাবাড়িতে যাওয়ার সময় শেখের বাজার থেকে কিছুদূর যেতেই বিপরিত দিক থেকে আসা গাছ ভর্তি লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল নিয়ে হিমেল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন মনোহরদী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
Posted ৮:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।