নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে আহত ১৯ জনের মাঝে ১৩ জনকে ৩০ হাজার টাকা ও ৬ জনকে বিশ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেয়া হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়কারী সোহান হায়দার, জান্নাতুল মালিহা এবং মনি আক্তার সহ অন্যরা।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আন্দোলনে আহত ও নিহতের পাশে নরসিংদী জেলা প্রশাসন সবটুকু দিয়ে আছে এবং থাকবে। সম্ভাব্য যে সকল খাত থেকে কিছু করা সম্ভব আমরা সবসময় চেষ্টা করবো সেটা করার। ব্যক্তিগতভাবে ধনাঢ্যদের কাছ থেকে কিছু করার সুযোগ হলে সেখানেও আমরা আহত ও নিহতের তালিকা প্রেরণ করবো।