শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা সংলগ্ন এলাকায় শনিবার (১৭ জানুয়ারি) সকালে একটি প্রাইভেটকারে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলে কোনো হতাহত না হলেও প্রাইভেটকারটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গাড়ির চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে প্রাইভেটকারটি পাম্পে গ্যাস নিতে এসে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পাম্পের কোনো ক্ষতি না হলেও আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার থেকে লিকেজ হওয়ার কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।