শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
আজ সোমবার (১২ জানুয়ারি) নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নরসিংদী-১ (১৯৯), নরসিংদী-২ (২০০), নরসিংদী-৩ (২০১), নরসিংদী-৪ (২০২) এবং নরসিংদী-৫ (২০৩) আসনের সকল বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে সেদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পাশাপাশি নির্বাচনের আচরণবিধি ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন রিটার্নিং অফিসার।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে প্রতিটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাঁর মনোনীত উপযুক্ত প্রতিনিধিসহ সর্বোচ্চ ২ জন উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা জুড়ে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং রিটার্নিং অফিসার ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ প্রদানের পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শুরুর সুযোগ পাবেন।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।