
নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদী প্রতিবন্ধী স্কুলের বিরুদ্ধে মিথ্যাচার ও অর্থলুটের প্রতিবাদে সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিবন্ধী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক ও পরিচালনা পরিষদ। রবিবার দুপুরে মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোহরদী প্রতিবন্ধী কল্যান সংস্থার মহাসচিব মো: ইকবাল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান খান, যুগ্মসচিব কাজী আমিরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. তাইজুদ্দিন ফরাজি, মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মো. তোতা মিয়াসহ ভোক্তভোগী শিক্ষক কর্মচারীরা।
এসময় তারা বলেন, ইউসুফ হাসান একজন প্রতারক ও নারীলোভী। স্কুলে কর্মরত নারীদের সে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এছাড়াও প্রতিষ্ঠানে থাকাকালীন বিদ্যালয়ের একটি মোটর সাইকেল, তিনটি টিভি, তিনটি ফ্রীজ, ২৮ টি আবাসিক বেড সহ ১৭ লক্ষ টাকার অর্থ লুট করে। এছাড়াও প্রতারক ইউসুফ হাসান বাংলাদেশ প্রতিবন্ধীলীগের সাধারণ সম্পাদক কার্ড দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে ৩ থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ করে। সভাপতি থাকাকালে স্কুলের আয়া কারিমা বেগমের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন ইউসুফ। হাতেনাতে ধরা পড়লে অর্থ আত্মসাৎ করে কারিমাকে নিয়ে পালিয়ে যায় ইউসুফ। ইতিপূর্বে তার নামে ৮ টি মামলা ও ৪ টি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
Posted ৫:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।