
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
স্টার্টআপ নরসিংদী ও নরসিংদী পৌরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করা হয়।
এ উপলক্ষে টেকসই শহর গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নরসিংদী পৌরসভা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বকে কাজে লাগিয়ে শহরের পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরির ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে তিনটি বিশেষ প্রকল্প উদ্বোধন করা হয়। প্রকল্পগুলো হলো, ইকোমুভস: যানজট ও বিদ্যুৎ সাশ্রয়ে পরিকল্পিত পরিবহণ ব্যবস্থা, গ্রীণ ওয়েস্ট: পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার উদ্ভাবনী সমাধান এবং ই-কন্ট্রাক্টর: প্রযুক্তিনির্ভর টেকসই শহর নির্মাণ সেবা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও নরসিংদী পৌর প্রশাসক মৌসুমী সরকার রাখী। তিনি টেকসই উন্নয়নে স্থানীয় সরকারের সহযোগিতার আশ্বাস দেন। স্টার্টআপ নরসিংদীর সিইও মামুন মিন্নাত প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পৌরসভার সিইও আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তরুণ প্রজন্মের উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে টেকসই শহর গড়ে তোলার এ প্রয়াস অতিথিরা প্রশংসা করেন।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।