
মোঃ নিজাম উদ্দিন | মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ঝড়ে গাছ পড়ে আলী আহমদ (২৭) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।আজ দুপুরে উপজেলার কোনাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আলী আহমদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মৃত আলী আকবর এর ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দীন আনোয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, নবীনগর পৌর এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি যাচ্ছিল। কোনাঘাট এলাকায় পৌঁছালে ঝড় শুরু হয়। ঝড়ে একটি জামগাছ উপড়ে অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আলী আহমেদ আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৮:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।