
মোঃ ফারুক হোসেন,ধামরাই প্রতিনিধি | শনিবার, ১৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
গার্মেন্টস শ্রমিক আছে বলেই শিল্পের উন্নয়ন করা সম্ভব, তারা কর্মী নয় তারা হলেন আমাদের গার্মেন্টস এর অংশ, গতরাতে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে আরিচা মহাসড়কের পাশে অবস্থিত কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড কর্মকর্তা ও কর্মীদের নিয়ে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ এসব কথা বলেন।
বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড এর এইস আর ম্যানেজার মারুফ আহম্মেদ এর সঞ্চালনায়,কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড এর ব্যবস্থাপক সুমন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউ পি সদস্য মোঃ খোরশেদ আলম, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন সেলিম, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, সুতিপাড়া আওয়ামী যুবলীগের অন্যতম নেতা মোঃ জাহাঙ্গীর আলম, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আমিনুর রহমান,ধামরাই উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ ফারুক হোসেন,মোঃ আনোয়ার হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মীরা।
অনুষ্ঠানে শেষে ২০ জনের মাঝে রেফেল ড্র এর মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Posted ৮:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।