
মোঃ জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১ | প্রিন্ট
ভাইপোর অস্ত্রের আঘাতে চাচা নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ভাইপোর ধারালো অস্ত্রের আঘাতে ওসমান আলী (৭০) নামে চাচা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওসমান আলী আলমপুর ব্রিজঘাট এলাকার কুলবাগান পাড়ার মৃত আজির বক্সের ছেলে। এ সময় একই গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে মকসেদ আলী ও রমজান আলী, আলমঙ্গীর হোসেনের স্ত্রী, আজিজ বক্সের ছেলে খাদেম আলী, হারুন মিয়ার স্ত্রী ইতি খাতুন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে কোটচাঁদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন মকসেদ আলী ও রমজান আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় আজমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান জানান, ‘আজ মঙ্গলবার দুপুরের দিকে ছোট ভাই আলমগীরের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে জটলার মধ্যে দা দিয়ে কোপ দেওয়া হয় ওসমান আলীর মাথায়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ‘ স্থানীয়রাও জানান, ‘জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আলমগীর হোসেনের ছেলে আয়নাল হোসেনের দায়ের কোপে তার মৃত্যু হয়। ‘ মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে আয়নাল হোসেন নামে ওসমান আলীর ভাতিজা তাকে কুপিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য অভিযান চলছে। ‘
Posted ৭:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।