
আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
”বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরে পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস-২০২৩।
বাংলা ইশারা ভাষা দিবস-২০২৩ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহামেদ এর নেতৃত্বে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে জেলা প্রশাসক এর কার্যালয় পর্যন্ত এক বনার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে জেলা প্রশাসক এর সভাকক্ষে এক আলোচনা সভা ও সহায়ক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে আালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহামেদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলার সিনিয়র তথ্য অফিসার জালাল উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার কাউসার আহমেদ ও বাগ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক রীনা বেগমসহ আরও অনেকে। সবশেষে দশ জন প্রতি বন্দিকে সহায়ক উপকরন বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন, সমাজসেবা অফিসার ফারুক মিয়া।
Posted ৬:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।