
রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট
‘নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জ্যেষ্ঠ সহকারী পরিচালক রবিউল ইসলাম, সাংবাদিকবৃন্দ, মৎস্য চাষী, মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল জানান, এ জেলায় ৬ হাজার ৫০০ দশমিক ৭৫ হেক্টর জলাশয় রয়েছে। জেলায় ১ হাজার ৫০৫ মেট্রিকটন মাছ উৎপাদনে ঘাটতি। ৪৪টি মৎস্য সমিতি ও ৪ হাজার ৩৫৬ জন জেলে নিয়ে গোটা জেলায় মৎস্য সম্পদের কার্যক্রম চলছে। তিনি বলেন, প্রকৃত মৎস্যচাষীরাই এ জেলায় মাছচাষের সঙ্গে জড়িত।
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।