
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: | সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
নোয়াখালী চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমিরথী গ্রামের নিলুফা আক্তারের বাড়িতে স্থাপিত বাংলালিংক মোবাইল কোম্পানীর টাওয়ারের ভূমি
আত্মসাতকে কেন্দ্র করে নিলুফা আক্তার ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী নিলুফা আক্তার গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তার পিতা মোহাম্মদ আবদুল মান্নান জীবিত থাকা অবস্থায় পিতা থেকে ৪ শতাংশ জমি নিজের নামে ক্রয় করেন।
উক্ত ৪ শতাংশ ভূমির মধ্যে ০.৭৪ শতাংশ জমি বাংলালিংক মোবাইল কোম্পানীর টাওয়ার বাউন্ডারির ভিতরে অবস্থিত। ওয়ারিশী সূত্রে পাওয়া ১৬.২৭ শতাংশ সম্পত্তির মধ্যে বাংলালিংক বাউন্ডারির মধ্যে আরো ২ শতাংশ ভূমির মালিক হয়। উক্ত মালিকানা সূত্রে নিলুফা আক্তার বাংলালিংক কোম্পানী থেকে তার পিতা জীবিত থাকা পর্যন্ত নিয়মিত ভাড়া পেয়ে আসছে। পিতার মৃত্যুর পর তার ভাই শাহাজাহান, শাহ আলম উক্ত ভাড়া বন্ধ করে দেওয়ায় নিলুফা বাংলালিংক কোম্পানীকে তার ভূমি থেকে টাওয়ার সরিয়ে নেওয়ার জন্য বললে কোম্পানীর টাওয়ার কর্মকর্তা মেহেদী হাসান তার ভাইদের সাথে একত্রিত হয়ে তাকেই উচ্ছেদের ষড়যন্ত্র শুরু করে।
ষড়যন্ত্রের জের ধরে তার ভাই শাহাজাহান মিয়া ও শাহ আলম মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৪ আগষ্ট থানার হাট বাজারে আমি ও আমার ছেলে মেয়ের উপর অর্তকিত হামলা করে মারাত্নক আহত করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে সোনাইমুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনার পর কোন প্রকার আইনের আশ্রয় নিলে আমি এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় তারা। এ অবস্থায় ভুক্তভূগি পরিবার নিরাপত্তাহীনতায় জীবন যাবন করছে বলে জানায়।
Posted ৩:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।