
পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি: | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারি আসলাম হোসেন বাবু ও তার স্ত্রী কামরুন নাহার মিতাকে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ । মামলার বিবরণে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারি আসলাম হোসেন বাবু( পিতা মৃত আফজাল হোসেন) প্রধান সহকারী হর্টিকালচার উইন ফার্মগেট ঢাকায় কর্মরত থাকা অবস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দিনাজপুরের বিভিন্ন মানুষের কাছে সুকৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
চাকরি প্রার্থীরা বিভিন্ন সময়ে তার কাছে গেলে তাদের মামলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এমতাবস্থায় নিরুপায় হয়ে চাকুরী প্রত্যাশীরা আসলাম হোসেন বাবু ও তার স্ত্রী কামরুন নাহার মিতার নামে দিনাজপুর স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ০৬/১৯ স্পেশাল।
১৭/৪/২০২৩ ইং তারিখে আসলাম হোসেন বাবু ও তার স্ত্রী কামরুন নাহার মিতা আদালতে জামিন নিতে আসলে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।