বুধবার ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

চাঁপাইনবাবগঞ্জে গণভোট ও ভোটারদের উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

চাঁপাইনবাবগঞ্জে গণভোট ও ভোটারদের উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

​আসন্ন গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের ‘ইমাম সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের চত্বরের উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন গণভোটে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে ইমামগণ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় ভূমিকা পালন করতে পারেন।”

​​ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো: গোলাম মোস্তফার ​সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ​গৌতম কুমার বিশ্বাস, ​স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ​ডাঃ এ.কে.এম. শাহাব উদ্দীন, ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক (ইফা, ঢাকা) মো: জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ​মারুফ আফজাল রাজন।
সম্মেলনে বক্তারা আসন্ন গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ/না’ ভোটের প্রচারণায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জেলার বিভিন্ন মসজিদ থেকে আসা ইমাম ও খতিবগণ এই প্রচারণায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
​অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins