
লিটন মিয়া লাকু | সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট
গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট সড়কের শাকদহ সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরস্থাপন করা হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে দোয়া মাহফিলের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খালেদ আহম্মেদ চৌধুরী তুহিন,ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টার,ফুলবাড়ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী সুনির্লল দেব গুল্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমনসহ নেতৃবৃন্দ।
সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে উপজেলার গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট সড়কে ফুলবাড়ি ইউনিয়নের শাকদহ নামক স্থানে প্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হচ্ছে।
Posted ৯:২১ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।