
আব্দুল হান্নান আকন্দ, স্টাফ রিপোর্টার গাইবান্ধা : | শনিবার, ২৪ জুন ২০২৩ | প্রিন্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষে শাহাদাত (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ও নিহতের পরিবার জানান, গ্রামের আব্দুল জলিল ও জাহেদুল দুই ভাইয়ের মধ্যে বড় ভাই জলিলকে ১৩ শতাংশ জমি দান করেন তাদের মা জমিলা বেওয়া। এ নিয়ে জাহেদুলের সাথে জলিলের বিরোধ শুরু হয়। বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষে সাত জন আহত হন। তাদের মধ্যে জলিলের ছেলে শাহাদত গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন। ঢাকা যাবার পথে সিরাজগঞ্জ এলাকায় শাহাদতের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
Posted ১১:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।