
গাইবান্ধা জেলা প্রতিনিধি। | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন মামলার প্রায় ৫০ লক্ষ টাকার জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্তরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হাসানের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ১ হাজার ৩শ` ১৯ পিস ফেনসিডিল, ৬০ কেজি ৫৮৫ গ্রাম গাঁজা, ইয়াবা ট্যাবলেট ৬৫৩ পিস, ব্রুফেনইনজেকশন ১ হাজার ৯শ ৬১ পিস, ট্যাপেনন্টাডল ট্যাবলেট ৪শ ৫২ পিস, হেরোইন ১শ ৩৮ গ্রাম।
এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু নাইম, উপ পরিদর্শক মামুন, এস আই প্রলয় কুমার বর্মা,এস আই, রাশেদুল,এস আই সুজন, এসআই কাইয়ুম,ও এ,এস আই আশরাফ।
মাদক ধ্বংস শেষে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান সাংবাদিকদের জানান, ৫৬টি মামলায় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করছেন বলেও জানান তিনি।
Posted ৯:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।